অ্যাকসেসিবিলিটি লিংক

দ্বিতীয় টি টোয়েন্টিতেও বাংলাদেশ হারিয়ে দিল সফরকারী অস্ট্রেলিয়াকে


বাংলাদেশের জয়ের পর আফিফ হোসেন এবং নুরুল হাসান আনন্দ প্রকাশ করছেন। (এ এফ পি)
বাংলাদেশের জয়ের পর আফিফ হোসেন এবং নুরুল হাসান আনন্দ প্রকাশ করছেন। (এ এফ পি)

অস্ট্রেলিয়ার ক্রিকেট টীম আবার হার মেনেছে বাংলাদেশের কাছে। আট বল​ বাকি থাকতেই জয় নিশ্চিৎ করে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বাংলাদেশের দারুণ বোলিং সফরকারীদের ১২১ রানে বেঁধে ফেলে। কাটার মাস্টার মুস্তাফিজ ৪ ওভারে ২৩ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন। শরিফুল ইসলাম নেন ২ উইকেট ২৭ রান দিয়ে। মিচেল মার্শ ৪২ বলে ৪৫ রানের চমৎকার ইনিংস খেলেছেন। হেনরিক্স করেন ৩০ রান।

বাংলাদেশের ব্যাটিং লাইন আপ শুরুতে চাপের মুখে পড়ে যায়। ২১ রানে পড়ে যায় ২ উইকেট। কিন্তু সাকিব ১৭ বলে ২৬ রান করে দলকে আশার আলো দেখান। আসল কাজটা করেন আফিফ হোসেন। তিনি ৩১ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে দ্বিতীয় ম্যাচ জয়ের মুখ দেখান। তাকে সাহায্য করেন নুরুল হাসান ২২ রানের অপরাজিত ইনিংস খেলে।

প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন আফিফ হোসেন। ৫ ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন ২-০ ব্যাবধানে এগিয়ে রইলো।

XS
SM
MD
LG