দেশের আসন্ন লোকসভা নির্বাচনে গণ্ডগোলের আশঙ্কা এবং তা সামাল দিতেই দেশের নিরাপত্তা বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ প্লাস্টিক বুলেট ব্যবহারের সিদ্ধান্ত নিতে চলেছে।
২০১৪ সালে আধাসেনা দিয়েই দেশজুড়ে লোকসভা নির্বাচন হয়েছিল।২০১৯-এর নির্বাচনও যে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই হবে, তা একপ্রকার নিশ্চিত। আর সে জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে সিআরপিএফ। সংশ্লিষ্ট দফতর সূত্রের খবর সম্প্রতি ডিআরডিও-এর টার্মিন্যাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরির (টিবিআরএল) থেকে প্রচুর প্লাস্টিক বুলেট নিয়েছে সিআরপিএফ। কয়েক মাস আগে এক লক্ষ প্লাস্টিক বুলেট পাঠানো হয়েছে সিআরপিএফ-কে। আরও বুলেট তৈরির কাজ চলছে। টিবিআরএল-এর মেকানিক্যাল অফিসার সোহনলাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সিআরপিএফ-কে এক লক্ষ বুলেট দেওয়া হয়েছে।সেগুলি এ কে ৪৭ রাইফেলে ব্যবহার করা হবে।”
একই সঙ্গে সংশ্লিষ্ট দফতর সূত্রের খবর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এবারের লোকসভা নির্বাচনে অনেক রাজ্যেই গণ্ডগোলের আশঙ্কা রয়েছে। তা সামাল দিতেই সিআরপিএফ তাদের অস্ত্রাগারে প্লাস্টিক বুলেট মজুত করা শুরু করেছে খবর।