অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা


বাংলাদেশে পরিবহন ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে বিরাজ করছে অচলাবস্থা। বন্দরে কন্টেনার ও খোলা পণ্যের জট লেগেছে। দেশের মোট আমদানী রপ্তানির হিংসভাগ চট্টগ্রাম বন্দর দিয়ে হওয়ায় সবসময় সচল থাকে বন্দরটি। কিন্তু চলমান আন্দোলনে হঠাৎ বন্দরের কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। ফলে আমদানী-রপ্তানী বাণিজ্যসহ পোশাক খাতে বড় ধরণের ক্ষতি হওয়ার আশংকা রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বারের সহ-সভাপতি মাহাবুবুর রহমান।

বন্দরসহ ১৮ টি বেসরকারি কন্টেইনার ডিপোতো দৈনিক সাড়ে ৬ হাজার ট্রাক কাভার্ডভ্যান ও লরির চাহিদা রয়েছে। বৃহস্পতিবার থেকেই পরিবহন সংকট শুরু হওয়ায় বন্দরে প্রায় ১০ হাজার কন্টেইনার ও কয়েক লাখ টন খোলাপণ্যের জট তৈরী হয়েছে। বন্দরের অভ্যন্তরে সব সচল থাকলেও পণ্যবাহী গাড়ি বন্দর থেকে বাইরে যেতে পারছে না বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক।

আন্দোলন দীর্ঘয়িত হলে বন্দরের এই সংকটের নেতিবাচক প্রভাব পড়বে আমদানী রপ্তানী বাণিজ্য, তৈরি পোশাক খাত, তথা দেশের সামগ্রীক অর্থনীতিতে।

please wait

No media source currently available

0:00 0:01:08 0:00

XS
SM
MD
LG