অ্যাকসেসিবিলিটি লিংক

১লা আগস্ট থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দর সপ্তাহে ৭ দিন খোলা রাখার সিদ্ধান্ত


বাংলাদেশ সরকার আমদানি-রপ্তানির সুবিধার্থে ১লা আগস্ট থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও বেনাপোল স্থল বন্দর প্রতিদিন ২৪ ঘণ্টা এবং সপ্তাহে ৭ দিন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

নৌ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বুধবার এ তথ্য জানিয়ে বলেছেন ওই দুই বন্দরের সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান যেমন ব্যাংক এবং কাস্টমস অফিস খোলা রাখার ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। তারা আরও জানিয়েছেন বেনাপোলের অপর পাশে ভারতের পেট্রাপোল স্থল বন্দরে যাতে একই কার্যক্রম চালু করা হয় সে জন্য সে দেশের কর্তৃপক্ষের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে ব্যাবস্থা নেবে।

নতুন এ কার্যক্রম শুরু হলে আমদানি ও রপ্তানিকারকরা দেশের এই সর্ব বৃহৎ বন্দর দুইটির পূর্ণ সুযোগ-সুবিধা নিতে পারবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের স্থলবাণিজ্যের প্রায় ৯০ শতাংশ বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে হয়ে থাকে।

অন্যদিকে, পুরো দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯০ শতাংশের বেশি হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে।

XS
SM
MD
LG