অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টা: ছিনতাইকারী নিহত


বাংলাদেশে সেনাবাহিনীর লে. কর্ণেল ইমরুলের নেতৃত্বে মাত্র ৮ মিনিটিরে অভিযানে অবসান হয় বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইটের ছিনতাইয়ের ঘটনা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনা বাহিনীর প্যারা কমান্ডার, নৌবাহিনী, র‌্যাব, পুলিশের সোয়াত টিম এই অভিযান চালায়। অভিযানে বিমান ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিনতাইকারী নিহত হয়েছে। তার নাম মাহাদি বলে জানিয়েছে আইন শৃঙ্খলা কমিটি। অভিযানের সমন্বয়কারী চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান জানিয়েছেন, অভিযানের আগে বিমান ছিনতাইকারী মাহাদি প্রধানমন্ত্রীর সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন। অভিযানের কারনে তা সম্ভব হয়নি।

১৪২জন যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার পথে বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ বোয়িং ৭৭৭ বিমানটি চট্টগ্রামে যাত্রা বিরতি করে। পাইলট সন্ধ্যা পৌনে ৬টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজার্তিক বিমান বন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। এর মধ্যে ছিনতাইকারী পাইলটকে অস্ত্রের মুখে জিম্মি করলে বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করে। এর পরপরই সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনী বিমানটি ঘিরে ফেলে এবং নিরাপদে বিমানের যাত্রী ও ক্রুদের নামিয়ে আনে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর কমান্ডোরা অভিযান শুরু করলে বিমান ছিনাইয়ের ঘটনার অবসান ঘটে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট।

XS
SM
MD
LG