চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা পড়েছে সাড়ে ২৩ কেজি স্বর্ণের একটি চালান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টয়েলট থেকে এই স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়।
সোমবার সকাল ৬টার দিকে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১২৮ নাম্বারের বিমানটি অবতরণ করে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে। গোপন সংবাদের ভিত্তিত্বে বিমান বন্দরের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিমানের অভ্যন্তরে তল্লাশী চালায়। একপর্যায়ে শুল্ক কর্মকর্তারা বিমানের অভ্যন্তরে টয়েলেটে পরিত্যক্ত অবস্থায় ২শ টি স্বর্ণের বার উদ্ধারের কথা জানান । উদ্ধার করা স্বর্ণের ওজন সাড়ে ২৩ কেটি। বাজারমুল্য প্রায় ১০কোটি টাকা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিমানের একজন টেকনিশিয়ান ও একজন ক্লিনারকে আটক করা কথা জানিয়েছে শুল্ক কর্মকর্তারা।
চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা হাসান ফেরদৌস।