বাংলাদেশে গ্রেফতার হওয়ার পর থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩২নম্বর সেলে বন্দি ছিলেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অমিত মহুরী। বুধবার রাতে বন্দি অবস্থায় খুন হন অমিত মহুরী। হত্যাকান্ডের পেছনে প্রভাবশালী মহলের হাত আছে বলে দাবি করেছেন নিহত অমিতের বাবা অরুন মহুরী।
হত্যাকান্ডের পেছনে কারা কারা জড়িত তা খতিয়ে দেখার কথা জানান উপ পুলিশ কমিশনার মেহেদী হাসান।
নিহত অমিত মুহুরীর বিরুদ্ধে চাঁদাবাজি, খুন অপরহরণসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। হত্যাকান্ডের ঘটনায় জেলার নাসির আহমেদ বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা করেছে।