অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে অক্সিজেন সিলিন্ডারের কৃত্রিম সংকট


শ্বাস কষ্টসহ করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। পর্যাপ্ত হাসপাতাল, বেডসহ চিকিৎসা সরঞ্জাম না থাকায় রোগীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন হাসপাতালকে অধিগ্রহণ করে কোভিড আক্রান্তদের চিকিৎসা দেয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দফতর। কিন্তু এসব হাসাপতালেও নেই পর্যাপ্ত চিকিৎসকসহ চিকিৎসা সরঞ্জাম।
এদিকে চট্টগ্রামের বাজারে হঠাৎ করে তৈরী হয়েছে অক্সিজেন সিলিন্ডারের কৃত্রিম সংকট। অধিকাংশ হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা না থাকায় মুমুর্ষ রোগীদের নিয়ে বিপাকে পড়তে হচ্ছে স্বজনদের। করোনার প্রভাবে চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিটি অক্সিজেন সিলিন্ডার বিক্রী হচ্ছে নির্ধারিত দামের চেয়ে তিন চার গুন বেশী দামে। এ অবস্থায় সংকট মোকাবেলায় বিশেষ অভিযান শুরু কথা জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উমর ফারুক।
এদিকে হাসপাতালে ভর্তি হওয়া মুমুর্ষ রোগীদের জীবন রক্ষায় বিনামুল্যে অক্সিজেন সরবরাহের ঘোষণা দিয়েছেন সীতাকু-ের সাংসদ দিদারুল আলম। ওষুধসহ অক্সিজেনের কত্রিম সংকট বন্ধে প্রশাসনকে আরো কঠোর হতে বলেছেন ভুক্তভোগীরা।

হাসান ফেরদৌস
চট্টগ্রাম।

চট্টগ্রামে অক্সিজেন সিলিন্ডারের কৃত্রিম সংকট
please wait

No media source currently available

0:00 0:02:59 0:00

XS
SM
MD
LG