চট্টগ্রামে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক-শ্রমিকরা। পরিবহণ মালিক-শ্রমিকদের অঘোষিত ধর্মঘটের কারনে উদ্বেগ বেড়েছে তৈরী পোষাক শিল্প মালিক, রফতানী কারক, ব্যবসায়ীদের মধ্যে।
পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার ভোর ৬টা থেকে চট্টগ্রামে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান চলাচল বন্ধ করে দিয়েছে আন্ত:জিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কার্ভর্ডভ্যান মালিক সমিতি। পরিবহন মালিক- শ্রমিকদের অঘোষিত ধর্মঘটের করনে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দর থেকে সব ধরনের পণ্যবাহী যানচলাচল। বন্দরের অভ্যন্তরে বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাকের লোডিং আন লোডিং। এদিকে আমদানী-রফতানীবাহী পন্য পণ্যপরিবহন বন্ধ করে দেয়ায় চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত বন্দরের অভ্যন্তরে বিভিন্ন ইয়ার্ডে ৩৫ হাজারের বেশী কন্টেইনার আটকা পড়েছে। পরিবহন মালিক-শ্রমিকদের অঘোষিত ধর্মঘটের কারনে আমদানিকারক, তৈরি পোশাক শিল্প মালিক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা হাসান ফেরদৌস।