বাংলাদেশের চট্টগ্রামে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত পানি না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা।
চট্টগ্রাম মহানগরী এলাকায় পানির চাহিদা দৈনিক ৫০ কোটি গ্যালন। কিন্তু চট্টগ্রাম ওয়াসা সরবরাহ করতে পারছে ২৫ থেকে ৩০ কোটি গ্যালন। এ অবস্থায় চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ এলাকায় দেখা দিয়েছে পানি সংকট। তীব্র তাপদাহ আর গরমে এই সংকট আরো বেড়েছে। পানির দাবিতে প্রতিদিনই হচ্ছে সভা-সমাবেশ। চাহিদা অনুযায়ী পানি না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। আছে হয়রানির অভিযোগও|
সংকট নিরসনে নতুন শোধনাগার ও পাইপ লাইন স্থপনের কথা জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ।
দ্রুত পানি সমস্যার সমাধানের দাবি সাধারণ মানুষের।