অ্যাকসেসিবিলিটি লিংক

কিউবার নতুন প্রেসিডেন্ট হলেন মিগেল দিয়াজ ক্যানাল


ঘোষণা করা হয়েছে যে Miguel Diaz-Canel হচ্ছেন কিউবার নতুন প্রেসিডেন্ট। কমিউনিস্ট শাসিত ঐ দেশে গত ৬০ বছরে এই প্রথম ক্যাস্ট্রো পরিবারের বাইরে কাউকে প্রেসিডেন্ট করা হলো। রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম বলছে যে ৫৭ বছর বয়সী দিয়াজ কানেল ছিলেন এই পদের জন্য এক মাত্র প্রার্থি , যিনি পাঁচ বছর মেয়াদের জন্য এই কাজে নির্বাচিত হলেন। এই পদক্ষেপ বড় রকমের কোন পরিবর্তন আনবে না। আজ শপথ গ্রহণ করে দিয়াজ কানেল , ক্যাস্ট্রোর বিপ্লব অব্যাহত রাখার সংকল্প প্রকাশ করেন।

তিনি একজন সাবেক ভাইস প্রেসিডেন্ট , যিনি সামাজিক ভাবে উদার এবং মনে করা হয় যে তিনি অবসরপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ নেতা , যারা বিপ্লব এনেছিলেন , তাদের কাছে গ্রহণযোগ্য। তিনি ৮৬ বছর বয়সী রাউল ক্যাস্ট্রোর উত্তরাধিকারী হলেন যিনি ১০ বছর দায়িত্ব থাকার পর পদত্যাগ করলেন। রাউলের প্রয়াত ভাই ফিডেল ক্যাস্ট্রো ১৯৫৯ সালে কিউবান বিপ্লবের পর থেকে ২০০৬ সালে অসুস্থ্য হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

XS
SM
MD
LG