বর্তমান বিশ্বের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় সাইবার অপরাধ। বিশ্বজুড়ে বিভিন্ন সরকারী এবং বানিজ্যিক প্রতিষ্ঠানে ব্যাপক ভাবে র্যানসমওয়্যার নামে সাইবার হামলা হয়েছে গত সপ্তাহে।
বিশ্বের একশটিরও বেশী দেশে প্রায় ৫০ হাজার সাইবার হামলায় র্যানসমওয়্যার নামের ম্যালওয়্যার এর আক্রান্ত কম্পিউটারগুলোতে থাকা অতি গুরুত্বপূর্ন তথ্য এনক্রিপ্ট করে আক্রান্ত ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবী করা হয় সেই তথ্য পূর্বাবস্থায় ফিরিয়ে দেয়ার জন্য।
সাইবার অপরাধ কি, কিভাবে তা প্রতিরোধ করা যায়। সাইবার অপরাধের প্রকারভেদ কি। এসব নিয়ে আলোচনায় অংশ নেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. তওফিক সাইদ; রাঁচির বিআইটির সাইবার আইনের গেষ্ট লেকচারার বিশিষ্ট আইনজ্ঞ এ্যাডভোকেট রাজর্শী রায় চৌধুরী এবং নিউইয়র্ক বার্কলে’স ইনভেস্টমেন্ট ব্যাংকের গ্লোবাল হেড অব টেস্ট ইঞ্জিনিয়ার, সাবেক মাইক্রোসফট কর্মকর্তা ইফতেখার ইভান।