অ্যাকসেসিবিলিটি লিংক

য়ুরোপ সাইপ্রাসের ঋণ সংকটের সমাধান প্রস্তাব চেয়ে দ্বীপ দেশটিকে চাপ দিচ্ছে


য়ুরোপ এখন সাইপ্রাসের ঋণ সংকটের ব্যাপারে দ্বীপ দেশটির কাছ থেকে নতুন সমাধান প্রস্তাব চেয়ে চাপ দিচ্ছে । এর আগে দেশটির সংসদ , দেশটির আন্তর্জাতিক ঋণদাতাদের তরফ থেকে অনুমোদিত সংকট উদ্ধারের একটি পরিকল্পনা ব্যাপক সংখ্যাধিক্য সমর্থনে নাকচ করে দেয় ।
য়ুরোপিয় য়ুনিয়নের প্রশাসনিক সংগঠন য়ুরোপিয় কমিশন বুধবার বলেছে – দেশটির ব্যাঙ্কগুলোয় জামানতকারিদের সঞ্চয়ি হিসেবের ওপর কর বসিয়ে ১৩ শ’ কোটি ডলার সংগ্রহের যে সংকট উদ্ধার পরিকল্পনা সংসদ প্রত্যাখ্যান করেছে তার পর এখন বিকল্প কোনো ব্যবস্থার বন্দোবস্ত সাইপ্রাসকেই করতে হবে । জার্মানীর চান্সেলার এ্যাঙ্গেলা মার্কেল বলেন – সাইপ্রাস সংসদের রায়ের প্রতি শ্রদ্ধাশীল তিনি – কিন্তু ভূমধ্যসাগরবর্তি দেশটির ব্যাঙ্ক ব্যবস্থা দীর্ঘ দিন যাবতই বিত্তশালি বিদেশিদের জন্যে বিশেষ করে রূশ নাগরিকদের জন্যে কর সুবিধে ভোগের রমরমা একটা সুযোগ রুপেই পরিগণিত হয়ে এসেছে – দেশটির জন্যে , দীর্ঘ মেয়াদে এটা খুব একটা স্থিতিশীল বন্দোবস্ত নয় ।
সাইপ্রাস রাশিয়ার কাছ থেকে নতুন ঋণ চেয়ে আর্জি জানিয়েছে – কিন্তু এখনো অব্দি তার কোনো জবাব মেলেনি ।
XS
SM
MD
LG