অ্যাকসেসিবিলিটি লিংক

ভাব-গম্ভীর পরিবেশে ৬ই জুন নর্মান্ডি অভিযানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হোল 


রবিবার, ফ্রান্সের নর্মান্ডি সৈকতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ১৯৪৪ সালের ৬ই জুন, নাৎসিদের দখলিত নর্মান্ডির সৈকতে জোট সেনাদের অবতরণ ও চরম আত্মত্যাগের কথা স্মরণ করা হোলI ৭৭ বছর আগে ইতিহাসের সবচাইতে বৃহৎ নর্মান্ডির সাগর অভিযান, ফ্রান্স ও পশ্চিম ইউরোপকে নাৎসিদের কবল থেকে মুক্ত করে, তবে বহু সেনাদের জীবনের বিনিময়েI সমগ্র মানবজাতি সেই 'ডি ডে'র' অভিযানে নিহতদের ৬ই জুন, শ্রদ্ধাভরে স্মরণ করে থাকেনI

নর্মান্ডি অভিযানে সেদিন ১,৫০,০০০ জোট সেনা নর্মান্ডির ওমাহা সৈকতে অবতরণ করেছিলেনI এ বছরও, ভাব-গম্ভীর পরিবেশে ৬ই জুন, দীর্ঘ প্রসারিত, শান্ত, সমাহিত সেই সৈকতে ঠিক ৭৭ বছর পরে সূর্য উদিত হোল, তাদের চরম আত্মত্যাগের স্মৃতি বহন করেI

XS
SM
MD
LG