অ্যাকসেসিবিলিটি লিংক

দালাই লামার অরুণাচল সফরের খবরে অসন্তুষ্ট চিন


অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে কিছুদিনের মধ্যেই ঐ রাজ্যে একটি উৎসবে যোগ দিতে যাবেন ভারতে আশ্রয়-নেওয়া তিব্বতী ধর্মগুরু দালাই লামা। এ খবর জেনে বিলক্ষণ অসন্তুষ্ট হয়েছে চিন।

এক চিনা মুখপাত্র বলেছেন, এর ফলে ভারত ও চিনের দীর্ঘ সীমানায় শান্তি বিঘ্নিত হতে পারে। ভারত অরুণাচলকে দেশের ভূখন্ডের অঙ্গ বলে মনে করলেও চিন মনে করে, ওখানকার ৯০,০০০ বর্গ কিলোমিটার এলাকা আদতে দক্ষিণ তিব্বত, ও সুতরাং চিনা ভূখন্ড। ভারত এ দাবি মানে না। ভারতীয় মুখপাত্র বলেছেন, তিব্বতী ধর্মগুরু এ দেশের সম্মানিত অতিথি, ২০০৯ সালেও তিনি অরুণাচলে ঘুরে এসেছেন। আর, অরুণাচলে দালাই লামার অনেক ভক্ত রয়েছেন। চিনাদের জবাব, সেটা ভুল হয়েছিল, ফের কেন ভুল করা হবে? কয়েক দিন আগেই অরুণাচল ঘুরে এলেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা। তা নিয়েও অসন্তুষ্টি জানিয়েছিল চিনারা। এ বার আবার দালাই লামা ওখানে যাচ্ছেন। বোঝাই যাচ্ছে, নরেন্দ্র মোদি সরকার চিনের অসন্তোষকে গুরুত্ব দিচ্ছে না।

please wait

No media source currently available

0:00 0:00:41 0:00

XS
SM
MD
LG