অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে ভারতের পুরস্কার বিজয়ী ফটো-সাংবাদিক নিহত 


রয়টারের সংবাদদাতা দানেশ সিদ্দিকী ভারতের গোবিন্দঘাটে ২০১৩ সালের ২২শে জুন বন্যা ও পাহাড়ধ্বসের ছবি তুলছেন
রয়টারের সংবাদদাতা দানেশ সিদ্দিকী ভারতের গোবিন্দঘাটে ২০১৩ সালের ২২শে জুন বন্যা ও পাহাড়ধ্বসের ছবি তুলছেন

আফগানিস্তানের কর্মকর্তারা শুক্রবার জানান, ভারতের একজন আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী সাংবাদিক, দক্ষিণাঞ্চলীয় কান্দাহারে প্রদেশে প্রাতঃকালীন লড়াই চলাকালে কর্তব্য পালনের সময় নিহত হয়েছেনI

পুলিৎজার পুরস্কার বিজয়ী, রয়টার বার্তা সংস্থার এই সাংবাদিক, দানেশ সিদ্দিকী, বলদাক শহরে তালিবান ও সরকারি সেনাদের লড়াইয়ের তথ্য সংগ্রহের সময় মারা যানI
নুতন দিল্লিতে নিযুক্ত, কাবুলের রাষ্ট্রদূত টুইটার মারফত শোক বার্তায় জানান," গত রাতে কান্দাহারে আমার বন্ধু দানিশ সিদ্দিকীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত"I ভারতের মুম্বাই ভিত্তিক ফটো-সাংবাদিক, ২০১৮ সালে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্কট বিষয়ে ছবি প্রকাশের জন্য পুলিৎজার পদকে ভূষিত হনI

রয়টার বার্তা সংস্থার প্রেসিডেন্ট, মাইকেল ফ্রাইডেনবার্গ ও প্রধান সম্পাদক, আলেসান্দ্রা গ্যালোনি এক বিবৃতিতে জানান, আমরা জরুরি ভিত্তিতে ওই অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে কাজ কোরে আরো তথ্য সংগ্রহের প্রয়াস চালাচ্ছিI

XS
SM
MD
LG