অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে পাহাড় আবারো অশান্ত, সংঘর্ষে ৬জন আহত


পশ্চিমবঙ্গে আবারো অশান্ত হয়ে উঠেছে উত্তর বঙ্গের পাহাড়। আজ সকালে কালিম্পঙের সতেরো মাইলে পঞ্চায়েত অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ গোর্খা জনমুক্তি মোর্চার বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে গোর্খা জনমুক্তি মোর্চা। এর আগে গতকাল সন্ধ্যায় মিরিক পুরসভার সাত নম্বর ওয়ার্ডে মিছিল করছিল মোর্চা। অভিযোগ, মিছিল থেকে স্থানীয় তৃণমূল কর্মী ধনরাজ তামাঙের ওপর হামলা হয়। তাঁকে বেধড়ক মারধর করা হয়। এরপরই মোর্চা ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়।

এই ঘটনার পরই এক মোর্চা সমর্থককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। এরপরই পুলিশের ওপর হামলা হয়। খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে দু’পক্ষ। পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়। শুরু হয় লাঠিচার্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেলও ফাটায় পুলিশ।

গোর্খা জনমুক্তি মোর্চার অভিযোগ, পুলিশ গুলি চালালে দলীয় সমর্থক আশিস তামাঙের মৃত্যু হয়। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। সংঘর্ষে দুই পুলিশকর্মী ও চার মোর্চা সমর্থক জখম হয়েছেন বলে খবর। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG