উত্তর বঙ্গের অশান্ত পাহাড়ে দেখা যাচ্ছে দিন যত যাচ্ছে আতঙ্কের রেশ পিছু ছাড়ছে না পাহাড়বাসীকে। পৃথক গোর্খাল্যান্ডের দাবীতে দীর্ঘ দিন ধরে চলা জঙ্গি পাহাড় আজ বিপর্যস্ত, সেই গত সতেরো আঠারো দিনে বার ছয়েক বিস্ফোরন ঘটে গেলেও আবারও সেই হঠাৎই তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল দার্জিলিং এর মিরিক বাজার সংলগ্ন পুলিস লাইন এলাকা। শব্দের তীব্রতা খুব বেশি হলেও, সেই সময় রাস্তায় কেউ ছিলেন না বলে প্রাথমিক ভাবে জানা গেছে। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে তদন্ত। তবে এখনও পর্যন্ত কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা জানা যায়নি। বিস্ফোরণে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তাও প্রাথমিক তদন্তে উঠে আসেনি।পাহাড়ে একাধিক এলাকায় ইতিমধ্যেই মোমবাতি নিয়ে শান্তি মিছিল করেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাংপন্থীরা পাহাড়ে শান্তির ফিরে পাওয়ার আশায়। সেই অবস্থায় নতুন করে এই অশান্তি আবার আতঙ্কের পরিবেশ তৈরি করতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের ও পাহাড় বাসীর।