গত কয়েক দিন আগে উত্তর বঙ্গের অশান্ত পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার ইস্যুতে আরও তীব্র কেন্দ্র রাজ্য সংঘাত। পাহাড় থেকে বাহিনী সরানো নিয়ে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় সরকার। আজই বিচারপতি চেলামেশ্বরীর বেঞ্চে কেন্দ্রের তরফে এই আবেদন করা হয়।
সর্বোচ্চ আদালতে কেন্দ্রের আইনজীবী বলেন, বাহিনী কোথায় পাঠানো হবে সেই সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক। যে সময় বাহিনী পাঠানো হয়েছিল তার তুলনায় এখন দার্জিলিং এর পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে অন্যত্র, বিশেষত যেসব রাজ্যে নির্বাচন রয়েছে সেখানে মোতায়েন করার প্রয়োজন রয়েছে। আগামী সাতাশে অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গেছে।