অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুলে স্প্যানিশ পুলিশ হত্যার ঘটনা কার্যত স্পেনের উপর হামলা : স্পেন সরকার


স্পেনের সরকার বলছে যে আফগান রাজধানীর কুটনৈতিক অঞ্চলে যে হামলায় দু জন স্প্যানিশ পুলিশসহ ছয় জন নিহত হয়েছে তা কার্যত , স্পেনের উপর আক্রমণের নামান্তর।

তালিবান গাড়িতে বোমা বিস্ফোরণ এবং গুলি বর্ষণের দায় স্বীকার করেছে। শুক্রবার এই আক্রমণ শুরু হয় এবং শনিবার নিরাপত্তা বাহিনীর হাতে আক্রমণকারীদের সবাই নিহত না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত ছিল।

কাবুলে স্পেনের দূতাবাসের কাছে ঐ হামলায় অন্তত চারজন আফগান পুলিশ নিহত এবং অন্যান্য লোক আহত হয়। ইটালির দাতব্য প্রতিষ্ঠান পরিচালিত কাছের একটি হাসপাতাল আহত লোকজনের চিকিৎসা করা হয়।

তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ভয়েস অফ আমেরকাকে বলেন যে তাদের লক্ষস্থল ছিল একটি অতিথি শালা যা কীনা সামরিক কর্মকান্ড এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের জন্য ব্যবহার করা হতো। তিনি বলেন বেশ কিছু বিদেশি ঐ আক্রমণের ঐ ভবনে ছিলো। প্রত্যক্ষদর্শীরা বলছেন তিন জন এই আক্রমণের সঙ্গে সম্পৃক্ত ছিল।

এ দিকে ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কারবি বলেছেন যে এই হিংসা হানাহানি সত্বেও যুক্তরাষ্ট্র মনে করে আফগানিস্তানে সকল পক্ষের মধ্যে বোঝাপড়ার কাজ অব্যাহত রাখা হবে।

XS
SM
MD
LG