সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ,একজন আত্মঘাতী বোমাবাজ সেখানকার প্রধান পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আক্রমণ চালালে কমপক্ষে ১৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
সোমালিয়ার পুলিশ বাহিনীর ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য পুলিশরা আসন্ন কুচকাওয়াজের আজ মহড়া দিচ্ছিল যখন, পুলিশের ছদ্মবেশে বোমাবাজটি ঐ পুলিশ একাডেমিতে প্রবেশ করে।
একজন পুলিশ কর্মকর্তা ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে জানিয়েছেন যে তারা এই সম্ভাবনা খতিয়ে দেখছেন যে বোমাবাজটি ঐ রাতে হয়ত পুলিশ একাডেমির ভেতরেই ছিল।
তবে রাষ্ট্র পরিচালিত সোমালি জাতীয় বার্তা সংস্থা বলছে লোকটি একটি ট্র্যাক স্যুট পরেছিল এবং তার শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটানোর আগেই ঐ একাডেমির কাছের একটি আবাসিক এলাকা থেকে তাকে বেরিয়ে বাসতে দেখা যায়।
জঙ্গি ইসলামি গোষ্ঠি আল শাবাব এই আক্রমণের দায় স্বীকার করেছে । তারা দাবি করছে যে ২৭ জন পুলিশ নিহত হয়েছে।