অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে করোনায় মৃতের সংখ্যা সরকারি হিসাবের চাইতে ১০গুণ বেশি হতে পারে


ঈদুল আজহা পালনের পর, ভারতীয় মুসলমানরা বন্ধ দোকানের সামনে দিয়ে হেটে যাওয়ার সময় পাহারারত ভারতীয় নিরাপত্তা বাহিনী সদস্যরা, ২১শে জুলাই, ২০২১- এপি
ঈদুল আজহা পালনের পর, ভারতীয় মুসলমানরা বন্ধ দোকানের সামনে দিয়ে হেটে যাওয়ার সময় পাহারারত ভারতীয় নিরাপত্তা বাহিনী সদস্যরা, ২১শে জুলাই, ২০২১- এপি

সাম্প্রতিক সবচাইতে সমন্বিত এক জরিপে জানানো হয়েছে, করোনা সংক্রমণ চলাকালে ভারতের বর্ধিত মৃতের সংখ্যা সরকারি সংখ্যার চাইতে অভাবনীয় ১০গুণ বেশি হতে পারেI ভারতের সরকারি মৃতের সংখ্যা ৪,১৪,০০০'র বেশি বলে যে দাবি, বেশির ভাগ বিশেষজ্ঞদের মতে, নিঃসন্দেহে তা অতীব অল্প গণনাI তবে ভারত সরকার, ঐ ধরণের উদ্বেগকে অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর বলে নাকচ করে দিয়েছেI

রিপোর্টে বলা হয়, সঠিক সংখ্যা মনে রাখা কঠিন হতে পারে, তবে সত্যিকার মৃতের সংখ্যা সরকারি হিসাবের চাইতে অনেক ভয়াবহ আকারেরI ভারত সরকারের প্রাক্তন শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা, অরবিন্দ সুব্রামানিয়াম এবং ওয়াশিংটন ভিত্তিক অলাভজনক গবেষণা কেন্দ্র, সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট 'র দুজন গবেষক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই রিপোর্টটি প্রকাশ করেছেI

রিপোর্টে বলা হয়, এই গণনায় ভারতের অভূতপূর্ব হাসপাতাল পরিস্থিতি, বা এবছরের শুরুতে ভয়াবহ ভাইরাস সংক্রমণের কারণে স্বাস্থ্য পরিচর্য্য ব্যাহত হওয়ায়, বহু মৃতের সংখ্যা বাদ পড়তে পারেI

রিপোর্টে আরো বলা হয়, সত্যিকার মৃতের সংখ্যা এমনকি ১০ লক্ষের মত নয়, তার চাইতেও অনেক বেশি, যা ভারতের বিভক্তি ও স্বাধীনতা লাভের পর, নিঃসন্দেহে ভারতের সবচাইতে দুঃখজনক মানবিক বিয়োগাত্মক ঘটনাI

XS
SM
MD
LG