অ্যাকসেসিবিলিটি লিংক

২০৩৫ সাল নাগাদ বিশ্ব অর্থনীতির বেশিরভহগটাই নিয়ন্ত্রণ করবে এশিয়া - বলেন বাংলাদেশের অর্থমন্ত্রী মুহিত


A labourer works amid oil containers at a wholesale fuel market in Kolkata, India, April 7, 2011.
A labourer works amid oil containers at a wholesale fuel market in Kolkata, India, April 7, 2011.

ভারতের শিল্প ও বানিজ্যমন্ত্রী আনন্দ শর্মার সাম্প্রতিক বাংলাদেশ সফরকালে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আশাবাদ ব্যক্ত করেন যে আগামী ২০৩৫ সাল নাগাদ বিশ্ব অর্থনীতির বিরাট অংশ নিয়ন্ত্রণ করবে এশিয়া এবং ভারত বড়ো দেশ হওয়ায় ঐরকম একটা পরিস্থিতিতে আঞ্চলিক সহযোগিতার উন্মেষ ঘটানোয় ভারতের ওপর অনেক বেশি দায়িত্ব বর্তাবে। এই প্রেক্ষাপটে আমরা কথা বলি ঢাকার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের ডিসটিংগুয়িস্ট ফেলো, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্রাচার্য্যের সঙ্গে। তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন।

XS
SM
MD
LG