অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রার্থীরা দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন


U.S. Senator Bernie Sanders and U.S. Senator Elizabeth Warren speak on the first night of the second 2020 Democratic U.S. presidential debate in Detroit, Michigan, U.S., July 30, 2019.
U.S. Senator Bernie Sanders and U.S. Senator Elizabeth Warren speak on the first night of the second 2020 Democratic U.S. presidential debate in Detroit, Michigan, U.S., July 30, 2019.

আজ রাতে অনুষ্ঠিত হবে, যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রার্থীদের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব।

আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আজকের বিতর্ক অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পাবেন। জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে বর্তমানে প্রার্থীদের মধ্যে বাইডেনই সবচাইতে এগিয়ে আছেন।

বাইডেন ছাড়াও আজ বিতর্ক অনুষ্ঠানে থাকবেন কামালা হ্যারিস, কোরি বুকার, হুলিয়ান ক্যাস্ট্র, সেনেটার কিয়ার্সটিন জিলিব্র্যান্ড, কংগ্রেসউম্যান তুলসি গ্যাবার্ড, গভর্নর জে ইন্সলি, সেনেটার মাইকেল বেনেট, ব্যবসায়ী অ্যান্ড্রু ইয়াং এবং েয়র বিলদ্য ব্ল্যাসিও।

গতকাল প্রথম পর্বে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা নীতিমালা প্রাধান্য পায়। মধ্যপন্থী প্রতিদ্বন্দ্বীরা, আরও উদারপন্থি দুই মনোনয়নপ্রার্থী বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেনকে বেশ কড়া ভাষায় আক্রমণ করেন। প্রগতিশীলদের মধ্যে এগিয়ে আছেন স্যান্ডার্স ও ওয়ারেন।

গতকাল দুই সিনেটর ছাড়াও ডেমোক্রেট মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ছিলেন মেয়র পিট বুটাজিজ, সাবেক কংগ্রেস সদস্য বেটো ও’রোর্ক, সিনেটর এমি ক্লবুচার, কংগ্রেস সদস্য টিম রায়ান, জন ডেলানি, গভর্নর স্টিভ বুলক, সাবেক গভর্নর জন হিকেনলুপার এবং লেখক মেরিয়েন উইলয়ামসন।

XS
SM
MD
LG