অ্যাকসেসিবিলিটি লিংক

দিল্লিতে বায়ু দূষণ যেন গ্যাস চেম্বারে বাস করছি: দিল্লি হাইকোর্ট


দিল্লিতে বায়ু দূষণ এমনই গুরুতর যে দিল্লি হাইকোর্ট মন্তব্য করেছে, `যেন গ্যাস চেম্বারে বাস করছি।`এর পরেই দিল্লি সরকার নতুন নিয়ম জারি করল। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ব্যক্তিগত গাড়ির নম্বরের শেষ সংখ্যাটি জোড় বা বিজোড় নম্বর অনুসারে পথে গাড়ি বেরোবে সপ্তাহের ছয়টি কাজের দিন। জোড় নম্বরের গাড়ি তিন দিন, বিজোড় নম্বর হলে অন্য তিন দিন। বিদেশে কয়েকটি শহরে এমন নিয়ম প্রয়োগ করা হলেও ভারতে এই প্রথম। পশ্চিমবঙ্গ সরকারও এ ধরণের সমাধান ভাবছে বলে শনিবার জানিয়েছেন পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গাড়ির ওপর নিয়ন্ত্রণ ছাড়াও শহরে লরি চলাচলের অনুমতি থাকছে রাত ১১টা থেকে ভোর ছটা অব্দি। শহরের উপকণ্ঠে যে তাপবিদ্যুত কেন্দ্রগুলি রয়েছে, সেগুলি বন্ধ করে দেওয়ার কথাও বিবেচনা করছে সরকার। নাগরিকদের যাতায়াতের সমস্যা মেটাতে বাড়ানো হবে বাস ও মেট্রো রেল চলাচল। তবে উদ্দেশ্য সাধু হলেও বাস্তবায়নে যে নানান সমস্যা আসতে পারে, সে কথা ধরে নিয়েই ১৫ দিন পরে বিষয়টি খতিয়ে দেখা হবে। একেবারে মরীয়া ব্যবস্থা, কিন্তু বিকল্পই বা কি?

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG