অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব গণতন্ত্র সূচকে বাংলাদেশ ৮ ধাপ পিছিয়েছে


আন্তর্জাতিক প্রভাবশালী দ্য ইকোনমিস্ট-এর গবেষণা বিভাগ ইকোনমিস্ট ইনটেলিজেন্স গ্রুপের বিশ্ব গণতন্ত্র সূচক-২০১৭ বুধবার প্রকাশিত হয়েছে। যাতে দেখা যাচ্ছে, বাংলাদেশ ওই গণতন্ত্র সূচকে ২০১৬ সালের চাইতে ২০১৭ সালে ৮ ধাপ পিছিয়েছে। একই সাথে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্কোরও কমেছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ অতি দুর্বল মাত্রার গণতন্ত্র বা হাইব্রিড-রেজিমভুক্ত দেশগুলোর কাতারে রয়েছে। ২০১৬ সালে ৫ দশমিক ৭৩ স্কোরে বাংলাদেশের অবস্থান ছিল ৮৪তম স্থানে, যা ২০১৭ সালে এসে ৫ দশমিক ৪৩ স্কোরে ৯২তম স্থানে দাড়িয়েছে।

ইকোনমিস্ট ওই গবেষণার ক্ষেত্রে নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু কিনা, সরকারে ভারসাম্য রয়েছে কিনা, জনগণের রাজনৈতিক সম্পৃক্ততা এবং মতপ্রকাশের স্বাধীনতার মতো মানদন্ড অনুসরণ করা হয়। সূচকে একেবারে নিম্ন গণতন্ত্রের দেশ উত্তর কোরিয়া ও উচ্চ গণতন্ত্র রয়েছে নরওয়েতে। এশিয়াসহ বিশ্বজুড়ে গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি হয়েছে বলে গবেষণায় বলা হয়।

এদিকে, রিপোর্টার্স উইদাউট বর্ডারস ডিজিটাল আইন সংশোধনের জন্য বাংলাদেশ সরকারের কাছে আহবান জানিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00




XS
SM
MD
LG