অ্যাকসেসিবিলিটি লিংক

হোয়াইট হাউস, এফবিআই এর তদন্ত বিষয়ে ডেমোক্রাটদের মেমো প্রকাশ করেছে


Democratic memo 20180224

রিপাবলিকানরা এফবিআই এর কথিত নজরদারীর অপব্যবহার বিষয়ে যে মেমো প্রকাশ করে, তার জবাবে কংগ্রেসের ডেমোক্রাটর যে মেমো দেন তার সম্পাদিত সংস্করণ প্রকাশ করেছে হোয়াইট হাউস।

শনিবার মেমো প্রকাশ করা হয়। এর তিন সপ্তাহ আগে, প্রতিনিধি পরিষদের ইনটেলিজেন্স কমিটির রিপাবলিকান চেয়ারম্যান ডেভিন নুনেসের সহকারিরা যে মেমো তৈরি করেন, কমিটির রিপাবলিকান সদস্যরা তা প্রকাশ করার পক্ষে ভোট দেন।

এফবিআই এবং ইনটেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্রাট ক্যালিফর্নিয়ার অ্যাড্যাম শিফ এর মধ্যে আলোচনার পর মেমো প্রকাশিত হল। এফবিআই এবং শিফ এবিষয়ে আলোচনা করেন যে স্পর্শকাতর কোন সব তথ্য প্রকাশ করা যাবে না।

শনিবার ফক্স নিউস টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ডেমোক্রাটদের মেমোতে কিছুই ছিলনা।

XS
SM
MD
LG