অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় করোনার পাশাপাশি এখন ডেঙ্গুর প্রকোপ


এডিস মশা
এডিস মশা

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ১০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এতো বেশি সংখ্যক ডেঙ্গু রোগি ‘এর আগে হাসপাতালে ভর্তি হননি। স্বাস্থ্য দপ্তর এ তথ্য জানিয়েছে। চলতি জুলাই মাসেই সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন দুই হাজার ২০২ জন। সারা দেশে শনিবার পর্যন্ত ৪২২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪১৯ জন ঢাকাতেই। অন্য জেলায় তিনজন। এখন পর্যন্ত ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য দপ্তর।

স্বাস্থ্য দপ্তর বলছে, করোনা পরিস্থিতি এখন ঊর্ধগামী। এই অবস্থায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হলে সামাল দেয়া কঠিন হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মূলত দায়িত্ব ঢাকার দুই সিটি করপোরেশনের। যদিও দুই মেয়র বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের প্রস্তুতি রয়েছে। অথচ আধুনিক ভবন থেকে শুরু করে নির্মাণাধীন সব ভবনে মিলেছে এডিস মশার লার্ভা। ভ্রাম্যমাণ আদালত চালিয়েও কিছু করা সম্ভব হয়নি। কিছু মানুষের জেল এবং জরিমানা হয়েছে।

XS
SM
MD
LG