অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপিন্সে ডেঙ্গু রোগ: জরুরি অবস্থা জারি


Philippines Dengue Vaccine

ফিলিপিন্স সে দেশ ডেঙ্গু মহামারি হিসেবে দেখা দেওয়ায় জরুরি অবস্থা জারি করেছে। তারা বলছে যে মশার মাধ্যমে সংক্রমিত এই রোগে এ পর্যন্ত সে দেশে কম করে হলেও ৬২২ জন প্রাণ হারিয়েছে।

সে দেশের স্বাস্থ্য মন্ত্রী ফ্রান্সিসকো ডুক জানিয়েছেন এ বছর জানুয়ারি মাস থেকে ২০ শে জুলাই পর্যন্ত এক লক্ষ ছেচল্লিশ হাজার লোকের ডেঙ্গুতে আক্রান্ত হবার খবর পাওয়া গেছে যা কীনা গত বছরের তূলনায় ৯৮ শতাংশ বেশি।

তিনি বলেছেন এই ঘোষণার কারণে এই রোগ মোকাবিলার জন্য স্থানীয় সরকারগুলো জরুরি তহবিল থেকে অর্থ নিতে পারবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে দক্ষিণ পুর্ব এশীয় দেশগুলোও এ বছর ডেঙ্গু রোগের প্রকোপ প্রকট হয়ে উঠেছে। মালায়েশিয়ায় ২৯শে জুন পযৃন্ত ৬২,৪২১ জন এই রোগে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৯৩ জন মারা গেছে। গত বছর মালায়েশিয়া আক্রান্ত হয়েছিল ৩২ ,৪২৫ জন ,মারা গিয়েছিল ৫৩ জন। ভিয়েৎনামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে,৮১, ১৩২ জন এতে মারা গেছে চার জন। গত বছর ভিয়েৎনামে এই রোগে আক্রান্ত হয় ২৬,২০১ জন , মারা যায় ৬ জন ।

XS
SM
MD
LG