মহিলাদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মেগা সিটি বা বৃহৎ শহরগুলোর মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা সপ্তম অবস্থানে রয়েছে বলে এক জরিপে উঠে এসেছে। থম্পসন রয়টার্স ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ওই জরিপটি ঢাকাসহ কয়েকটি মেগা সিটি মহিলাদের জন্য কি কি কারনে ঝুঁকিপূর্ণ তার উল্লেখ করে মঙ্গলবার তা প্রকাশ করা হয়। জরিপে যে সকল শহরের লোকসংখ্যা এক কোটির ওপর সেগুলোকে মেগা সিটি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
মহিলাদের ওপর যৌন উৎপীড়ন, বাল্য বিবাহ, মহিলাদের জন্য ক্ষতিকর সামাজিক রীতিনীতি এবং তাদের স্বাস্থ্য ও আর্থিক পরিস্থিতির ওপর ১৯ টি মেগা সিটির মহিলা বিষয়ক বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সংস্থাটি জরিপ প্রতিবেদনটি তৈরি করেছে।
জরিপের তথ্য মোতাবেক কায়রো, কিনশাসা, করাচী এবং নতুন দিল্লী মহিলাদের জন্য বিশ্বের ঝুঁকিপূর্ণ মেগা সিটিগুলোর মধ্যে যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে। মহিলাদের জন্য সবচেয়ে ভাল মেগা সিটি গুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে লন্ডন, টোকিও এবং প্যারিস।