অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন প্রসঙ্গ


ঢাকার দুটি সিটি কর্পোরেশনের প্রচার অভিযান এখন পুরোদমে চলছে। অবশ্য বিরোধী প্রার্থিরা ভয় আর আতঙ্কের অভিযোগ করছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থিরা । তবে অধিকাংশ ভোটাররাই এ ব্যাপারে কোন প্রতিশ্রুতি দিচ্ছেন না।

উত্তরে আওয়াসি লীগের আনিসুল হক আর বিএনপির তাবিত আওয়াল। দক্ষিণে আওয়ামি লীগের সাঈদ খোকন মাঠে রয়েছেন, বিএনপি ‘র প্রার্থি মির্জা আব্বাস এখন ও মাঠে নামেননি। মামলার কারণে তিনি মাঠে নামতে পারছেন না। বুধবার দুপুরে তিনি উচ্চ আদালতে গিয়েছিলেন । হাইকোর্টের একটি বেঞ্চের বিভক্ত রায় হওয়ায় মির্জা আব্বাসকে আরও অপেক্ষা করতে হবে। মির্জা আব্বাস অবশ্য মিডিয়ার সামনে কথা বলেছেন , হয়রানির অভিযোগ এনেছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী :

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG