র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন বা র্যাব দাবি করেছে যে, তারা রাজধানী ঢাকার অদূরে টঙ্গী এলাকার একটি বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআতুল মোজাহেদীন বাংলাদেশ বা জেএমবির দক্ষিণাঞ্চলীয় প্রধানসহ ৪ জন গুরুত্বপূর্ণ সদস্যকে আটক করেছে। ওই বাড়িটি থেকে র্যাবের দাবি মোতাবেক- বোমা, বোমা তৈরির সরঞ্জামাদি, পিস্তল, গুলিসহ অস্ত্রশস্ত্র এবং জিহাদী বইপত্রও জব্দ করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় আমীর মাহমুদুল হাসান তানভীর যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। র্যাব বলছে, ওই বাড়িটিতে প্রশিক্ষণ দেয়া হতো এবং মাহমুদুল হাসান বোমা তৈরিতে খুবই পারদর্শী।
জনমনে আতংক দেখা দেয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে গুজবের কারণে আতংকিত না হওয়ার জন্য সকলকে পরামর্শ দেয়া হয়েছে। এদিকে, ঢাকার ইংরেজী মাধ্যম স্কুলের অধিকাংশই ঈদের ছুটি শেষ হওয়ার পরেও এখনো বন্ধ রয়েছে। যেসব ইংরেজী মাধ্যম স্কুল খুলেছে তাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।...ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।