অ্যাকসেসিবিলিটি লিংক

রক্ত নয় চোখের পানি দিয়ে ডায়াবেটিকস মাপার চেষ্টা


Study Shows Diabetes Surging Worldwide
Study Shows Diabetes Surging Worldwide
ডায়াবেটিকসে আক্রান্ত রোগিরা তাদের দৈনিককার ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে না রাখলে তাতে চোখ, কিডনী এবং হৃদযন্ত্র আক্রান্ত হতে পারে বলে এক রিপোর্ট প্রকাশিত হয়েছে।

শরীরের রক্ত নিয়ে গ্লুকোজ পরীক্ষার পদ্ধতির পাশাপশি ডায়াবেটিকস মাত্রা পরিমাপের জন্য চোখের পানি বা অন্য কোন উপাদান নিয়ে তা করা সম্ভবকিনা তা নিয়ে পরীক্ষা করছেন চিকিৎসা বিজ্ঞানীরা।

ইন্টারনেট প্রতিষ্ঠান গুগল চেষ্টা করছে ষ্মার্ট কন্টাক্ট লেন্স আবিস্কারের যার মাধ্যমে ডায়াবেটিকস রোগীকে রক্তে সুগারের মাত্রা বেড়ে গেলে সতর্ক করবে।

প্রতিষ্ঠানটির ব্লগে প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে গুগল বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা বেশ দুর পর্যন্ত এগিয়েছেন। বলা হয়েছে এখনো পরীক্ষার পর্যায়ে থাকলেও এই গবেষণা সফল হলে তা ডায়াবেটিকস আক্রান্তদের জন্য জীবনকে অনেক সহজ করে দেবে।
XS
SM
MD
LG