অ্যাকসেসিবিলিটি লিংক

১৪ দলীয় জোট এবং জাতীয় ঐক্য ফ্রন্টের মধ্যে দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠিত


press briefing
press briefing

বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে দুই বৃহৎ পক্ষ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং জাতীয় ঐক্য ফ্রন্টের মধ্যে বুধবার ঢাকায় একাদশ জাতীয় সংসদ নিয়ে দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে।সংলাপে জোটের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঐক্য ফ্রন্টের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সংলাপ শেষে জোটের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী বলেন তাঁরা একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন এবং তাদেরকে নির্বাচনে অংশ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ঐক্য ফ্রন্টের ৭ দফা দাবীর বিষয়ে তিনি বলেন সরকার সংবিধানের বাইরে কিছু করবেনা বলে তাদের জানিয়ে দেয়া হয়েছে।

পৃথক এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফা সংলাপের বিষয়ে ড. কামাল হোসেন বলেন সব কিছু যাতে শান্তি পূর্ণ অবস্থায় হয় সে চেষ্টা চালিয়ে তাঁরা যাচ্ছেন। ঐক্য ফ্রন্টের তরফে জানান হয়েছে তারা আলোচনা এবং আন্দোলন একই সাথে চালিয়ে যাওয়ার পক্ষপাতী। তাঁরা বলেন দাবী না মানলে পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

XS
SM
MD
LG