অ্যাকসেসিবিলিটি লিংক

ক্ষতিপূরণ দিতে সম্মত হোল 'ডিমলার এজি' প্রতিষ্ঠান 


জার্মানির বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান, 'ডিমলার এজি' ও তাদের অঙ্গ প্রতিষ্ঠান, 'মার্সিডিজ বেঞ্জ উএসএ', দূষণ জালিয়াতি অভিযোগের মীমাংসায় যুক্তরাষ্ট্র সরকার ও ক্যালিফর্নিয়া রাজ্যের নিয়ন্ত্রকদের ১৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছেI

যুক্তরাষ্ট্রের বিচার দপ্তর, পরিবেশ রক্ষাকারী এজেন্সী এবং ক্যালিফোর্নিয়ার এটর্নি জেনারেলের দপ্তর জানায়, ডিমলার প্রতিষ্ঠান, দূষণ পরীক্ষাকে পাস কাটাতে, তথাকথিত বিশেষ সফটওয়্যার ব্যবহার করে আন্তর্জাতিক পরিবেশ আইন ভঙ্গ করেছে I
যুক্তরাষ্ট্রে তারা অসাধু উপায়ে ২,৫০,০০০ গাড়ি বিক্রয় করেছেI

XS
SM
MD
LG