সম্প্রতি ওয়াশিংটনে US-Bangladesh Advisory Council ‘এর উদ্যোগে The Blood Telegram , Nixon , Kissinger& a Forgotten Genocide এর লেখক গ্যারি জে ব্যাস এর সঙ্গে এক সংলাপের আয়োজন করা হয়েছিল । ওয়াশিংটন ডিসি’র মার্টিন লুথার কিং লাইব্রেরীতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনিস আহমেদ । স্টুডিও তে এক কথোপকথনে তিনি বলেন যে এই বইটি আসলে ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার ওপর লেখা। লেখক মূলত বলতে চাইছেন যে বাংলাদেশের অতবড় এক গণহত্যা যেখানে নিহতের সংখ্যা বসনিয়ার গণহত্যা কিংবা রোয়ান্ডার গণহত্যাকে ছাড়িয়ে গেছে , সেই গণহত্যা সম্পর্কে বিশ্ববাসীকে জানানো হয়েছে খুব কমই।প্রধানত রাজনৈতিক কারণেই এই গণহত্যাকে পশ্চিমে বিশেষত যুক্তরাষ্ট্রে ঠিক তেমন ভাবে দেখা হয়নি। তদানীন্তন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং পররাষ্ট্র মন্ত্রী হেনরি কিসিঞ্জার ১৯৭১ সালের যুদ্ধকে মূলত ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবেই দেখেছেন । আর সেই যুদ্ধে তারা পাকিস্তানের পক্ষেই ছিলেন ।
কিন্তু আমেরিকার সাধারণ জনগণতো বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের সমর্থন করেছেন এবং তাঁরা গণহত্যার বিরুদ্ধে আওয়াজ ও তুলেছিলেন। শরনার্থিদের সহায়তা দেয়ার জন্যে নিউ ইয়র্কের কনসার্টের কথা এসছে এবং সেনেটর এডওয়ার্ড কেনেডির প্রশংসাসূচক ভূমিকার কথা এসছে। মাত্র ৩৯ বছর বয়সে সেনেটর কেনেডি ঐ গণহত্যার ভয়াবহতা উপলব্ধি করেছিলেন , প্রতিবাদ জানিয়েছিলেন এবং ভারতে আশ্রিত শরনার্থিদের দেখতে নিজে সেখানে গিয়েছিলেন ।