বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি শুক্রবার নিউ ইয়র্ক এসেছিলেন, জাতিসংঘ সদর দফতরে, সংক্ষিপ্ত সময়ের জন্যে। তাঁর নিউ ইয়র্ক অবস্থানকালে আমরা তাঁর সঙ্গে ওয়াশিংটন থেকে টেলিফোনে কথা বলি। লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের অবস্থা সম্পর্কে আমাদের এক প্রশ্নের জবাবে ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগকে অবহিত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দিপু মনি।