অ্যাকসেসিবিলিটি লিংক

সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগে গত এক বছরে ৪ কোটি ৮০ লক্ষ মানুষ বাস্তচ্যুত হয়েছে


সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগে গত এক বছরে ৪ কোটি ৮০ লক্ষ মানুষ শরনার্থী বা বাস্তচ্যুত হয়েছে। এ যাবৎকালে এই সংখ্যা সবচেয়ে বেশী।

নরওয়ের শরনার্থী পরিষদ (IDMC) বুধবার এক রিপোর্ট এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে ২০১৫ সালে দৈনিক বাস্তচ্যুত হয়েছে ৬৬ হাজার লোক।

এর মধ্যে মধ্যপ্রাচের দেশ ইয়েমেন সিরিয়া ও ইরাক থেকে শরনার্থী হয়েছে ৮৬ লক্ষ। ইসলামি ষ্টেটের উত্থান, সিরিয়ার গৃহযুদ্ধ ইরাক ও অন্যান্য দেশের সংঘাতের কারনে এই শরনার্থী সমস্যা হয়েছে।

XS
SM
MD
LG