রোহিঙ্গা মুসলিম শরনার্থীদের অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের ৮ম ডিষ্ট্রিক্ট থেকে নির্বাচিত কংগ্রেসম্যান ডনাল্ড এস বায়ার জুনিয়র। তিনি বলেন যুক্তরাষ্ট্র সরকার যতদূর সম্ভব মিয়ানমারের গনহত্যা বন্ধে প্রয়াস চালাচ্ছে। তিনি আশা করেন পোপ ফ্রান্সিসের সফর এই অবস্থা নিরসণে সহায়ক হবে এবং শেষ পর্যন্ত রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
একই প্রসঙ্গে কথা বলেন ভার্জিনিয়া হাউজ অব ডেলিগেটস সদস্য মার্ক ডি সিকলস। তিনি মিয়ানমার থেকে নির্যাতনের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠিকে আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন অংস সাং সুচি মিয়ানমারেরর প্রকৃত ঘটনা বের করবেন এবং সেখানে হত্যা নির্যাতন বন্ধের ব্যাবস্থা নেবেন।