অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় মারাত্মক লড়াইএ ১২ জনের ওপরে বিদ্রোহী ও সরকারী সেনা ও নিহত



সিরিয়ার বিদ্রোহীরা জানিয়েছে উত্তরাঞ্চলের রাকোয়া শহরে মারাত্মক লড়াইএ ১২ জনের ওপরে সরকারী সেনা ও বিদ্রোহী সেনা নিহত হয়েছে।

সিরিয়ান অব্জার্ভেটরী ফর ইউম্যান রাইটস শনিবার জানিয়েছে কয়েক ঘন্টা ধরে লড়াই চলে এবং এলাকা থেকে অনেকেই পালিয়ে যায়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রি জন কেরি শুক্রবার তুরষ্কে সিরিয়া সংকট নিয়ে আলোচনার পর শনিবার কায়রোতে পৌঁছান। বৃহস্পতিবার রোমে তিনি
সিরিয়ার বিদ্রোহী দলকে জরুরী ভিত্তিতে খাদ্য ও অষুধপত্র সরবরাহ সহ ছয় কোটি ডলারের মারণাস্ত্র নয় এমন সামরিক সাহায্য দেবার কথা ঘোষনা করেছেন।

শনিবার ইরান অভিযোগ করে বলেছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বাসার আল আসাদ এবং তার সরকারকে উতক্ষাত করার জন্যই বিদ্রোহীদের সাহায্যে করছে। যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে ইরান ও সিরিয়া ডাবল ষ্টেন্ডার্ড বলে উল্লেখ করেছে।

রাশিয়া দীর্ঘ দিনের মিত্র তারা বলছে এই সাহায্য সিরিয়ায় দুই বছরের যাবত যে লড়াই চলছে সেই সংকট নিরসনে সাহায্য করবে না। এতে করে বরং জঙ্গীদের ক্ষমতা লাভেই সরাসরি উতসাহিত করা হচ্ছে।
XS
SM
MD
LG