অ্যাকসেসিবিলিটি লিংক

ড: ফাউচি'র আশাবাদ, ৪ঠা জুলাইয়ের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে 


প্রেসিডেন্ট বাইডেনের শীর্ষ স্বাস্থ্য পরামর্শদাতা, ড: ফাউচি বলেছেন, ৪ঠা জুলাইয়ের মধ্যে আমেরিকায় কিছুটা হলেও, স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে তিনি আশাবাদী; তবে হুশিয়ার করে দেন যে, নুতন সংক্রমণ প্রতিহত করতে, নিষেধাজ্ঞাগুলি পালন করে যেতে হবেI

যুক্তরাষ্ট্রের নুতন প্রশাসনের অধীনে, টিকা কর্মসূচি তরান্বিত হয়েছে এবং সফলতার সঙ্গে এগিয়ে চলেছেI তিনি বলেছেন, মে মাসের শেষ নাগাদ যথেষ্ট পরিমান টিকার মজুদ থাকবে এবং যে কোনো আমেরিকান তখন, টিকা নিতে পারবেনI

প্রেসিডেন্ট বাইডেন আশা ব্যক্ত করেছেন, যুক্তরাষ্ট্রের জনগণ ক্ষুদ্র আকারে হলেও, এবারের স্বাধীনতা দিবস ও উৎসব পালন করতে পারবেনI তবে ড: ফাউচি হুশিয়ার করে দিয়েছেন, আমাদের বিপদ এখনো কাটেনিI তিনি ইউরোপের দৃষ্টান্ত দিয়ে বলেন, সেখানে নিষেধাজ্ঞা শিথিল করলে, লাগামহীন হারে সংক্রমণ বাড়তে শুরু করেI তাই এই সময়টা অত্যন্ত ঝুঁকিপূর্ণI

কতিপয় রাজ্যের গভর্নররা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে এবং মাস্ক পরার প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছেনI তবে ড: ফাউচি'র ধারণা, বিজয় দাবি করার সময় এখনো হয়নি, সংক্রমণের ঢেউ আবারো লেগে যেতে পারেI

XS
SM
MD
LG