জেনারেল জন কেলি হোয়াইট হাউসে নতুন চীফ অফ স্টাফ হয়েছেন। অনেকেই মনে করছেন তিনি হোয়াইট হাউসে শৃঙ্খলা আনতে পারবেন।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে জন কেলি কি ধরনের পরিবর্তন আনবেন ও প্রভাব রাখবেন সে সম্পর্কে আমরা কথা বলি ড: জিয়া হাসানের সঙ্গে। বিশ্লেষক ড: জিয়া হাসান, সাউথ ক্যারোলাইনা রাজ্যের ক্ল্যাফলিন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর। তিনি ক্ল্যাফলিন বিশ্ববিদ্যালয়ের Planning Assessment & Information Services এর ভাইস প্রেসিডেন্ট।
ড: জিয়া হাসানের সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।