অ্যাকসেসিবিলিটি লিংক

চিকিৎসা বিজ্ঞানী ড. জিয়াউদ্দিন আহমেদ এলিস আইল্যান্ড মেডেল অব অনার অ্যাওয়ার্ড পেয়েছেন


Dr. Ziauddin Ahmed

বাংলাদেশী আমেরিকান চিকিৎসা বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রফেসর ডঃ জিয়াউদ্দিন আহমেদ সম্প্রতি অর্জন করেছেন অত্যন্ত সম্মানজনক এলিস আইল্যান্ড মেডেল অব অনার অ্যাওয়ার্ড। ১৯৮৬ সালে প্রবর্তিত এই সম্মাননার প্রধান উদ্দোক্ত্যা ছিলেন প্রেসিডেন্ট রেগান।

শুনুন আমাদের নিউ ইয়র্ক সংবাদদাতা আকবর হায়দার কিরনের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:05:49 0:00
Dr. Ziauddin Ahmed
Dr. Ziauddin Ahmed

এ পর্যন্ত বেশ ক'জন প্রেসিডেন্টকেও এই সন্মানে ভূষিত করা হয়েছে। এই বিশেষ সন্মাননা লাভ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে ভয়েস অব আমেরিকার সাথে নিউ ইয়র্কে কথা বলেন ডঃ জিয়াউদ্দিন আহমেদ।

XS
SM
MD
LG