পাকিস্তানের বিক্ষুদ্ধ উপযাতি এলাকায় , আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াযিরিস্তানে ড্রোন হামলায় ৭ জঙ্গি নিহত হয়েছে । বিষয়টি নিয়ে আমরা কথা বলি পাকিস্তানে অবস্থানরত সংবাদ ভাস্যকার-বিশ্লেষক মাসকাওয়াত আহসানের সঙ্গে । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।