অ্যাকসেসিবিলিটি লিংক

বিপুলসংখ্যক মাদক কারবারী কথিত বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারে নিহত


মাদকের বিরুদ্ধে বাংলাদেশে যে অভিযান গত আড়াইমাস ধরে চলছে, তাতে বিপুলসংখ্যক কথিত মাদক কারবারী এবং এ কারবারের সাথে জড়িত মাঠ পর্যায়ের কিছুসংখ্যক ব্যক্তি আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর ভাষ্য মোতাবেক কথিত বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারে নিহত হয়েছেন। বৃহস্পতিবারও মাদক বিরোধী অভিযানে চট্টগ্রামের খুলশী এলাকায় ১২০ কেজি ভাং জাতীয় মাদক এবং অস্ত্রসহ তিনজনকে আটক করার সময় কথিত বন্দুকযুদ্ধে ওই তিন ব্যক্তি নিহত হন বলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব দাবি করেছে। কয়েকটি মানবাধিকার সংক্রান্ত নজরদারী সংস্থার হিসাব মোতাবেক, গত ৫ দিনেই দেশের বিভিন্নস্থানে অন্তত ১৫ ব্যক্তি কথিত বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারে নিহত হয়েছেন-যার মধ্যে কমপক্ষে ১২ জন মাদক ব্যবসার সাথে জড়িত বলে আইন-শৃংখলা রক্ষাবাহিনী দাবি করেছে। বিভিন্ন সূত্র মতে, এই মাসের প্রথম ২৩ দিনে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারে-যারা মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশসহ আইন-শৃংখলা রক্ষাবাহিনীর দাবি।

ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমীর খসরু ।

please wait

No media source currently available

0:00 0:00:40 0:00

XS
SM
MD
LG