ওয়াশিংটন ও পিয়ংইয়ং এর মধ্যে অভূতপূর্ব হুমকির মাঝে, আমেরিকার শীর্ষ জেনারেল কোরীয় উপদ্বীপে গিয়ে পৌঁছেছেন। ওদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়া, ওয়াশিংটন ও পিয়ংইয়ং এর মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করার ঝুঁকি বাড়াচ্ছে।
কোরিয়ায় যাওয়ার পথে, আমেরিকান জেনারেল জো ডানফোর্ড যিনি হচ্ছেন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান, সাংবাদিকদের বলেন, সামরিক বাহিনীর মূল ফোকাস হচ্ছে, কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্র মুক্ত এলাকা করার লক্ষ্যে, প্রশাসন যে কূটনৈতিক ও অর্থনৈতিক অভিযান চালাচ্ছে তা সমর্থন করা এবং একই সময় সামরিক বিকল্পের জন্য প্রস্তুতি নেওয়া যদি সেই অভিযান ব্যর্থ হয়।
তিনি বলেন এ সপ্তাহে ওই অঞ্চলে তাঁর যাওয়ার লক্ষ্য হচ্ছে মিত্র দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানকে আস্বস্ত করা এবং একই সঙ্গে চীনের সঙ্গে সামরিক সম্পর্ক গড়ে তোলা যাতে ভুল বোঝাবুঝি প্রতিরোধ করা যায়।