অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গা পূজা


বাংলাদেশে শনিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা। বিজয়া দশমীর এই শুভ দিনে মণ্ডপে মণ্ডপে ভক্তরা ঢাকের বাদ্যের তালে তালে নাচ এবং সিঁদুর খেলায় মেতে উঠেন। রাজধানী ঢাকায় এবছর দুইশর ওপর এবং সারা দেশে প্রায় ৩০ হাজার মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। পুজা উপলক্ষে সারা দেশে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে, ঢাকার বনানী পূজা মণ্ডপে বিজয়া দশমী উপলক্ষে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন বিশ্বকে অবশ্যই ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। অতীতে ধর্মভিত্তিকে রাষ্ট্রকে কেন্দ্র করে জাতিতে জাতিতে বহু সংঘাত হয়েছে এবং যুদ্ধ হয়েছে বলে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন ধর্মের নামে মনুষ্যত্ব ভ্রাতৃত্ববোধ এবং সহমর্মিতা ভূলুণ্ঠিত হয়েছে।

তারপরও অশুভ মহল এখনও ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন কোন ধর্ম নয় বরং ধর্মনিরপেক্ষতা হবে একটি জাতি ও দেশ গঠনের ভিত্তি।

please wait

No media source currently available

0:00 0:00:44 0:00

XS
SM
MD
LG