ইন্দোনেশিয়ার কর্মকর্তারা বলছেন শুক্রবারে ৭.৫ মাত্রার ভূমিকম্প এবং তার পর সুনামিতে, সেখানকার সুলাওয়েসি প্রদেশের পালু ও দংগগালা শহরে অন্তত ৩৮৪ জন মারা গেছেন এবং ৫৪০ জন আহত হয়েছেন।
কর্তৃপক্ষ বলছেন যে আজ এমন এক সময়ে ভূমিকম্প এবং সুনামি আঘাত হানে যখন পালুর সমুদ্র সৈকতে একটি উৎসব উদযাপনের জন্য শত শত লোক সমবেত হয়েছিলেন। এর ফলে প্রচন্ড ঢেউয়ে বহু লোক ভেসে যায় ।
সেখানকার জাতীয় দূর্যোগ দপ্তরের মুখপাত্র পুরভে নুগরোহ বলেছেন যে ঘন্টায় ৮০০ কিলোমিটার গতিতে সুনামি আঘাত হানায় সেখানকার ঘরবাড়ি এবং যাবতীয় অবকাঠামো ভেঙ্গে পড়ে। তিনি বলেন হাজার হাজার বাড়ি ঘর, বিপনী বিতান এবং হোটেল ভেঙ্গে পড়ে এবং ভূমিধ্বসের কারণে পালুর প্রধান মহাসড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেখানকার উপকুলীয় একটি নদীর ওপর তৈরি বিশাল সেতু ভেঙ্গে পড়ে। নুগরোহ বলেন , সন্ধান ও উদ্ধারকারি দল উপদ্রুত স্থানে পাঠানো হয়েছে।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে লোকজনেক অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে । তা ছাড়া অনেক মৃতদেহ রাস্তায় লাইন করিয়ে দেওয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার জরুরি বিভাগের একজন কর্মকর্তা বলেছেন যে অনেকের মৃতদেহ বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে কারণ সেগুলো সুনামির স্রোতে ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। স্থানীয় বিমান বন্দরের ক্ষয় ক্ষতি এবং সেখানে সাহায্য সামগ্রি পাঠানো যাবে কীনা সে সম্পর্কে পরস্পর বিরোধী খবর পাওয়া যাচ্ছে।