অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আবার ভুমিকম্পন


বাংলাদেশে আবার ভুমিকম্পন
বাংলাদেশে আবার ভুমিকম্পন

শনিবার ঈদের দিনে দুপুরে বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ভুমিকম্প অনুভুত হয়।
আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা গেছে যে ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ৯ দশমিক ৪৭ সেকেন্ড। অসম-মেঘালয় সীমান্ত এলাকায় এর উৎপত্তি স্থল ছিল।

জানা গেছে, দিনাজপুর,রংপুর,কুড়িগ্রাম জেলায় ভূমিকম্প অনুভূত হয়।

এদিকে শুক্রবার রাতে আধাঘণ্টার ব্যবধানে রাজধানীহ দেশের বিভিন্ন স্থানে দুদফা ভূমিকম্প হয়।
দ্বিতীয় দফা ভূমিকম্পে ঢাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঈদের কেনাকাটা করতে আসা লোকজন আতঙ্কে বিপনীবিতানগুলো থেকে বের হয়ে আসেন।

ঢাকা আবহাওয়া কার্যালয় জানায়, রাত ১০টা ৪০ মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয় দফা হয় ১১টা ২৪ মিনিটে।
ভূ-কম্পনগুলো তিন থেকে নয় সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়।
ঢাকা আবহাওয়া কার্যালয়ের সুত্রে, রিখটার স্কেলে প্রথম দফা কম্পনের মাত্রা ছিল ২ দশমিক ৭ এবং দ্বিতীয় দফা ভূ-কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৭।
তিনি বলেন, দ্বিতীয় দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাদারীপুর ও গোপালগঞ্জের মধ্যবর্তী স্থানে। প্রথমটা ছিল মৃদু এবং দ্বিতীয়টা ছিল মাঝারি মাত্রার।
শুক্রবার রাতে গোপালগঞ্জ, ঝিনাইদহ, টঙ্গী, মানিকগঞ্জ, নরসিংদী, ফেনী, লক্ষ্মীপুর, মাদারীপুর, বরিশাল, জামালপুর ও চাঁদপুরে ভূ-কম্পন অনুভূত হয়।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG