অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় খাদ্য ও গ্যাস সরবরাহের ঘাটতি



যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে অত্যন্ত শক্তশালি ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৯০-এর ওপরে দাঁড়িয়েছে। পুলিশ জানিয়েছে নিউ ইয়র্কে ও নিউ জার্সিতে স্যান্ডির আঘাতে ৫৯ জনের মৃত্যু হয়েছে।


উদ্ধার কর্মীরা বন্যা দূর্গত এবং আগুনে পুড়ে যাওয়া এলাকা গুলোতে ততপরতা যখন চলছে তখনই নিউ ইয়র্ক শহরের মেয়র মাইকেল ব্লুমবার্গ আগামি রবিবার বিশ্বখ্যাত নিউ ইয়র্কে শহরে বার্ষিক ম্যারাথন অনুষ্ঠিত হবার কথা ঘোষনা করলেন।


মেয়র মাইকেল ব্লুমবার্গ দৃঢ় প্রত্যয়ে বলেন যে রবিবার নির্ধারিত সময়েই ঐ অনুষ্টান অনুষ্ঠিত হবে। তিনি বলেন ম্যারাথন রবিবার ছুটির দিনে হওয়ার কারনে পুলিশ বিভাগের ওপরে চাপ পরবে না এবং রাস্তা-ঘাটের যানযট কম থাকবে। গুরুত্বপূর্ণ এই অনুষ্টানের ফলে শহরে হাজার হাজার অংশগ্রহণকারী ও দর্শক সমাগম হবে ফলে লক্ষ লক্ষ ডলারের ব্যাবসা বানিজ্য হবে। অনুষ্টানটি বাতিল করলে বরং শহরে চাপ আরো বাড়বে।
লোয়ার ম্যানহ্যাটেন এবং আশেপাশের এলাকা্গুলোতে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। খুব সীমিত সংখ্যক বাস এবং সাবওয়ে বা পাতালরেল চলাচল শুরু হয়েছে।
XS
SM
MD
LG